Header Ads Widget

কপোতাক্ষ নদী খনির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি

 জেলা

কপোতাক্ষ নদী খনির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত হয়েছে: 06 অক্টোবর 2022, 

খুলনা জেলার মানচিত্র


খুলনা জেলার মানচিত্র

 কপোতাক্ষ নদী খনন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে খুলনার পাইকগাছা উপজেলার মাহমুদকাটি গ্রামের বাসিন্দারা প্রাথমিক বিদ্যালয় মাঠে মানববন্ধন ও সমাবেশ করে এ দাবি জানান। বেসরকারি সংস্থা ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং সুন্দরবন ও উপকূল রক্ষা আন্দোলন যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।


সমাবেশে বক্তারা বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ৫৩১ দশমিক ৭ মিলিয়ন টাকার `কপোতাক্ষ নদীর পানি নিষ্কাশন প্রকল্প (২য় পর্যায়)' প্রকল্প বাস্তবায়ন করেছে। কিন্তু সাতক্ষীরার তালা উপজেলার বালিয়া থেকে খুলনার পাইকগাছার আগরঘাটা পর্যন্ত ওই প্রকল্পের খনন কাজ এখনো শুরু হয়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষ। এ জন্য নদীভাঙন ও বন্যা নিরসনে দ্রুত ওই অংশের খনন কাজ শুরু করার দাবি জানান তারা।


বক্তারা আরও বলেন, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল এমনিতেই দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এরপর কপিলমুনিতে সেতু নির্মাণের নামে কপোতাক্ষ নদীতে পিলার বসিয়ে ২০ বছর ধরে বাধা দেওয়ায় নদীটি প্রায় মৃতপ্রায়। তবে এ নদীর প্রবাহ স্বাভাবিক না হলে সাতক্ষীরা, খুলনা, যশোর ও ঝিনাইদহ জেলার মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হবে। এ অবস্থা বিবেচনায় নিয়ে সরকার কপোতাক্ষ নদী খনন প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি সব নদী রক্ষায় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব তুলে ধরে বক্তারা বলেন, এ অঞ্চলের প্রধান নদ-নদীগুলো নাব্যতা হারিয়ে একদিকে বন্যার সৃষ্টি করছে, অন্যদিকে নদীভাঙনসহ নানা কারণে প্রতি বছর শত শত পরিবার ঘরবাড়ি হারাচ্ছে। . টেকসই উন্নয়ন পরিকল্পনার অভাবে প্রতিবছর এ ধরনের সমস্যা বাড়ছে। তারা উপকূলীয় অঞ্চলের কপোতাক্ষ-শিবাসহ অন্যান্য নদী ড্রেজিং এবং উপকূলীয় বন্যপ্রাণী রক্ষায় কর্মপরিকল্পনা গ্রহণের জন্য নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান।

This Is Just Job gone ex employee emotional Tweet After Being fired from Twitter

 সমাবেশে সভাপতিত্ব করেন সুন্দরবন ও উপকূল রক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র। এলাকার প্রবীণ শিক্ষক গণেশ চন্দ্র ভট্টাচার্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শাকিলা পারভীন, সচেতন সমিতির সভাপতি বিদ্যুৎ বিশ্বাস, অনির্বাণ পাঠাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মানিক ভদ্র ও পাইকগাছা প্রেসক্লাবের সহসভাপতি প্রভাত দেবনাথ প্রমুখ। এতে কথা বলেছেন। আব্দুল আজিজ, পাইকগাছা উপজেলা শাখার সহসভাপতি ইলিয়াস হোসেন, চাই নিরাপদ সড়ক প্রমুখ।


জেলা থেকে আরও পড়ুন

খুলনা বিভাগ     খুলনা     পাইকগাছা      নদীর    পরিবেশ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ