Header Ads Widget

ইনজুরির ভয় থাকলে ঘরে বসে সিনেমা দেখা উচিত: আনচেলত্তি

 ফুটবল

ইনজুরির ভয় থাকলে ঘরে বসে সিনেমা দেখা উচিত: আনচেলত্তি

ছবি:আনচেলত্তি

কাতার বিশ্বকাপের আর মাত্র ২৬ দিন বাকি। তবে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের আগে বেশিরভাগ দলের জন্যই চোট উদ্বেগের নাম। তাই চোটের ভয়ে কোনো ফুটবলার পা বাঁচাতে চাইলে রিয়াল মাদ্রিদ দলে জায়গা পাবেন না। ক্লাবের কোচ কার্লো আনচেলত্তি বিষয়টি স্পষ্ট করেছেন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় যাত্রা আগেই নিশ্চিত করেছে শিরোপাধারী রিয়াল। কিন্তু ইনজুরির ভয়ে ফুটবলারদের পা বাঁচিয়ে খেলা মেনে নেবেন না আনচেলত্তি। রিয়ালে খেলতে চাইলে নিজেদের ধ্বংস করতে হবে। মঙ্গলবার রাত একটায় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আরবি লিপজিগের মাঠে নামার আগে শিষ্যদের উদ্দেশ্যে এই সতর্কবার্তা দেন তিনি।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্প্যানিশ লা লিগার পরাশক্তি রিয়ালের কোচ বলেন, 'ফুটবলে ইনজুরি থাকবেই। আপনি যদি আঘাত পেতে না চান, সোফায় বসুন। অনুশীলনে সতীর্থের সাথে ধাক্কা খেয়েও কেউ আহত হতে পারে।'


ইতালীয় তারকা কোচ আনচেলত্তি যোগ করেছেন, 'কেউ যদি আমাকে বলে, সে (আঘাতের) ভয় পায়, তার উচিত বাড়িতে বসে টিভি সিরিজ বা সিনেমা দেখা, তাদের মধ্যে প্রচুর আছে।'


বিশ্বকাপকে সামনে রেখে ক্লাব ফুটবলের ব্যস্ত সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক ফুটবলার। তবে বিশ্বকাপ নিয়ে চিন্তিত খেলোয়াড়রা। যদিও সবাই সুস্বাস্থ্যে বিশ্বকাপে যেতে চায়। ধারাবাহিকতা থাকলে সুস্থ হয়ে বিশ্বকাপে যেতে পারেন।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ